সমিতির নিয়মাবলী :
১. মাসিক চাদার পরিমান ১,০০০/- (এক হাজার টাকা) প্রয়োজনে বাড়ানো হবে এবং প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে চাঁদা পরিশোধ করা বাধ্যতামূলক। যদি চাঁদা পরিশোধে ব্যর্থ হয় তাহলে পরবর্তী মাসের চাঁদার সাথে জরিমানাস্বরূপ ৫০ টাকা অতিরিক্ত দিতে বাধ্য থাকিব।
২. কেউ পর পর ৬ (ছয়) মাস চাঁদা প্রদানে ব্যর্থ হলে তার সদস্যপদ বাতিল বলে গন্য হবে।
৩. কোন সদস্য পদত্যাগ করতে চাইলে উপযুক্ত কারন দেখিয়ে কার্যকরী কমিটি বরাবর লিখিত দরখাস্ত হস্তান্তর করতে হবে। আলোচনা সাপেক্ষে পদত্যাগ পত্র মূল্যায়ন করে সদস্য পদ বাতিল করা হবে এবং কার্যকরী কমিটির আলোচনা সাপেক্ষে উরু শূন্য পদ পূরন করা হবে।
৪. সদস্য পদ বাতিল হলে তার মোট জমার লভ্যাংশের ৫০% কর্তন করা এবং বাকি ৫০% জমা টাকা সহ তাকে পরিশোধ করা হবে।
৫. ইসলামী শরীয়াহ মোতাবেক সমিতির সকল আর্থিক কার্যাবলী পরিচালনা করা হবে।
৬. প্রতি ১ বছর পর পর ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত করা হবে। সমিতির সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকরী কমিটির সভায় মোট সদস্যের ৭০% এর উপস্থিতিতে গ্রহণ করা হবে।
৭. কোন সদস্য এর মৃত্যুতে তার মনোনীত নমিনি তার সম্পূর্ণ শেয়ার এবং লভ্যাংশের দায়িত্বভার গ্রহণ করবে।
৮. সকল বর্ষপূর্তিতে প্রত্যেক সদস্য হতে কার্যকরী কমিটির সভায় আলোচনা সাপেক্ষে মূল টাকার সাথে অতিরিক্ত একটি নির্দিষ্ট পরিমান টাকা নেওয়া হবে।
৯. গঠনতন্ত্রের সংশোধন, সংযোজন ও বিয়োজন কার্যকরী কমিটির মাধ্যমে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী বিধিত হবে।
১০. উক্ত সংগঠনের সকল আর্থিক লেনদেন ব্যাংক একাউন্ড এর মাধ্যমে জমা/ উত্তোলন করা হবে। একক কোন সদস্য কিংবা কার্যকরি সদস্যের নিকট আর্থিক লেনদেন পরিচালনা করিতে পারিবেন না। সকল আর্থিক লেনদেন যৌথ একাউন্ড এর মাধ্যমে লেনদেন করা হবে।
১১. সমিতির সদস্য কর্তৃক ব্যক্তিগত বিনিয়োগ আবেদন এর ক্ষেত্রে নিম্নলিখিত শতৃ পালিত হবে।
ক) ঐ সদস্যের কোন চাদা বকেয়া রাখা যাবে না।
খ) ঐ সদস্য এর বৈধ অভিভাবক এর লিখিত সম্মতি দলিল আকারে পেশ করতে হবে।
গ) সদস্য এর বিনিয়োগ অবশ্যই ইসলামী শরীয়াহ মোতাবেক হতে হবে।
১২. কোন সদস্য তার মোট জমা টাকার ৯০% কোন সিকিউরিটি ছাড়া বিনিয়োগ নিতে পারবে। শুধু মাত্র নির্দিষ্ট সময়ে (সর্বোচ্চ ৩ মাস) নিদিষ্ট পরিমান লাভে টাকা পরিশোধ করতে হবে, নতুবা তার সদস্য পদ বাতিল বলে গন্য হবে।
১৩. প্রত্যেক সদস্য চাইলে তার নমিনী যেকোন সময় পরিবর্তন করা যাবে।
১৪. কোন ব্যাংক কেলেঙ্কারী এবং বিনিয়োগ কেলেঙ্গকারীর ক্ষেত্রে সমিতির ব্যাংক একাউন্ট এবং বিনিয়োগ ক্ষেত্রে আইনগত এবং প্রত্যক্ষভাবে জড়িত তারা দায়ী বলে গন্য হবে এবং বাকী সদস্যগণ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
১৫. প্রতি বছর কমপক্ষে একবার সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হবে। এব সভায় সকলের উপস্থিতি বাধ্যতামূলক।
উক্ত সভায় সকলের জমা বিবরণী প্রদান করা হবে।
১৬. সংগঠনে একজন সদস্য একাধিক শেয়ার ক্রয় করিতে পারিবেন না।